Skip to main content

SEPARATION (সেপারেশন) By PriTom AhmEd Lyrics


SEPARATION (সেপারেশন)
lyric,tune,composition & voice : PriTom AhmEd
album : street singer
film : street sinegr ( film in texas )
post : gaanwala
label : laser vision
year : 2009








একলা জীবন কাটছে একা সাড়ি সাড়ি দুঃখ রেখা
নিঃসঙ্গতা আকড়ে ধরে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ
দরজা বন্ধ ঘরের কোনে গান বেঁধে যাই অভিমানে
মাতাল স্মৃতির উজান আসে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ...

কত আবেগের বাড়াবাড়ি কত আপন হবার পণ
সব ক্ষনিকের ভাল লাগা আমি বুঝতে পারি এখন
তোমার খেয়ালীপনা আর আমার বোঝার ভুল
আমি সত্যি চাইনি তোমার কষ্ট হোক একচুল ....
টাকার কাছে হার মানে সব গান কবিতা প্রেমানুভব
পিতার মুখে কন্য শূন্য শোক জল্লাদেরও একটু মায়া হোক
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ

আমি অনেক পাষান হবো দেব আবেগে শিকল
যেন দু'চোখ গড়িয়ে আর না ঝরে অশ্রুজল
তুমি দেখে নিও ঠিক ঠিক আমি অনেক বদলে যাবো
আমার আদর্শ প্রেম সব বেনামে বিকোবো...
ভন্ডলোকেরা টাকার জোরে কিনছে মেধা দিন দুপুরে
ফাকতালে মহাপ্রেমিক কিছু লোক সত্যি প্রেমের একদিন জয় হোক
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ...

Comments

Popular posts from this blog

depression lyrics ashes

ডিপ্রেশন Ashes আমার দিকে তাকিয়ে সে আমারে না , অন্য কাউরে দেখতো ! আমারে ধরে সে আমারে না , অন্য কাউরে ধরতো ! আসলেই সে আমারে না , অন্য কাউরে ভালোবাসতো ! যদি ভালোবাসতে , ( এক )- টু কাছে আসতেএএএ , কি যে ভালো লাগতো আমার , ওয়েচ্ছালেএএএ ! তোমাকে আজ খুব দারুন লাগছে , আকাশের তারারা ডিপ্রেশনে , তোমাকে আজ খুব ছারখার লাগছে। আমার দিকে বাড়িয়ে হাত আমারে না , অন্য কাউরে ডাকতো ! আমারে ভেবে ভেবে আমারে না , অন্য কাউরে ভাবতো ! আসলে সে আমারে না , অন্য কাউরে ভালোবাসতো ! যদি ভালোবাসতে , ( এক )- টু কাছে আসতেএএএ , কি যে ভালো লাগতো আমার , ওয়েচ্ছালেএএএ ! তোমাকে আজ খুব দারুন লাগছে , আকাশের তারারা ডিপ্রেশনে , তোমাকে আজ খুব ছারখার লাগছে। আমার দিকে তাকিয়ে সে আমারে না , অন্য কাউরে দেখতো ! আমারে ধরে সে আমারে না , অন্য কাউরে ধরতো ! আসলেই সে আমারে না , অন্য কাউরে ভালোবাসতো ! যদি ভালোবাসতে , ( এক )- টু কাছে আসতেএএএ , কি যে ভালো লাগতো আমার , ওয়েচ...

IK MULAQAAT LYRICS Dream Girl | Ayushmann Khurrana, Nushrat Bharucha | Meet Bros Ft. Altamash F & Palak M

Main bhi hoon tu bhi hai aamne saamne Dil ko behka diya ishq ke jaam ne Musalsal nazar barasti rahi Taraste raham bheege barsaat mein   Ik mulaqaat... Ik mulaqaat mein, baat hi baat mein Unka yun muskurana ghazab ho gaya Kal talak jo mere khayalon mein thhe Rubaru unka aana ghazab ho gaya Mohabbat ki pehli mulaqaat ka Asar dekho na jaane kab ho gaya Ik mulaqaat mein, baat hi baat mein Unka yun muskurana ghazab ho gaya * ka kuch khayal nahi hai Ik taraf main kahin, ik taraf dil kahin Ehsaas ki zameen pe kyun dhuaan uth raha Hai jal raha dil mera kyun pata kuch nahi Kyun khayalon mein kuch barf si gir rahi Rait ki khwahishon mein nami bhar rahi Musalsal nazar barasti rahi Taraste raham bheege barsaat mein Ek mulaqat... Ik mulaqat mein, baat hi baat mein Unka yun muskurana ghazab ho gaya Kal talak jo mere khayalon mein thhe Rubaru unka aana ghazab ho gaya

Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Lyrics

Title : Tumi Je Amar Kobita ( তুমি যে আমার কবিতা ) Artist : সাবিনা ইয়াসমীন ও মাহমুদুন নবী Download : Tumi Je Amar Kobita  "LYRICS" তুমি যে আমার কবিতা আমার বাঁশীর রাগিনী। আমার স্বপন আধ - জাগরণ চিরদিন তোমারে চিনি।। আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে টানতে হয়ত সুদূরে যেতে গো সরে না , না নয়নের নীলে তুমি যে ছিলে।। তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনুর লগ্ন এলো এ মধুর প্রহর হোক না অমর ওগো মোর পল্লবীনি।। যদি এ লগন আঁধারে ঢাকে যদি নেভে দিন পথের বাঁকে তুমি যে আমার বলব আবার চিরদিন তোমারে চিনি।।